শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী কামড়ে ও চিৎকার করে শেষ রক্ষা পেল

যশোরের চৌগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিঠু নামে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

আজ রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ— প্রতিবেশী চাচা সম্পর্কের মিঠু শিশুকে দাদি ডাকছেন বলে মাঠে নিয়ে যান। তখন শিশুটি দাদিকে দেখতে না পেয়ে বাড়ি যেতে চায়। ওই সময় মিঠু পাশের পেয়ারা বাগানের মধ্য দিয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে তাকে নিয়ে যেতে চায়। তার সঙ্গে যেতে না চাইলে মারবো বলে শাসায়। একপর্যায়ে মিঠু শিশুকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ধস্তাধস্তি করতে থাকে। এমনকি গায়ের জামাও ছিড়ে ফেলে। এসময় চিৎকার করতে থাকে মেয়েটি। এক পর্যায়ে মিঠুর হাতে কামড়ে দেয় সে। চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে এলে মিঠু পালিয়ে যান।’

এদিকে খবর পেয়ে শিশুটির দাদি ও মা-চাচিরা ঘটনস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযানে রয়েছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়