শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পুর্বশক্রতার জের ধরে ষাটোর্ধ বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে পুর্বশক্রতার জেরে ষাটোর্ধ বয়সের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা। আজ শনিবার  (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ফোর্ডনগর এলাকায় এমন ঘটনাটি ঘটে। 

আহত পর্ববত আলী কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার মৃত ফজর আলী ছেলে। অভিযুক্তরা হলেন, মৃত নওয়াব আলী মোল্লার ছেলে মজর মোল্লা, মজর আলীর ছেলে মামুন মোল্লা ও তার ভাই মনির হোসেন মোল্লা।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শক্রতার জের ধরিয়া আজ বেলা ১২ ঘটিকার সময় ফোর্ডনগর এলআকার মোঃ শাজাহান এর বাড়ীর সামনে পর্ববত আলীকে একা পেয়ে হত্যা উদ্দেশ্য পিটিয়ে আহত করেন। পরে পর্ববত আলীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়িয়ে আসলে অভিযুক্তরা চলে যান। এরপর এলাকার লোকজন আমাকে উদ্ধার করে সাভার সরকারী হাসপাতালে ভর্তি করেন। 

এই বিষয়ে ভুক্তভোগী পর্ববত আলী বলেন,পুর্বশক্রতার জের ধরিয়া মজর মোল্লাও তার ছেলেরা আমাকে শাজাহানের বাড়ীর সামনে একা পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আভিযুক্তরা আমাকে ছেড়ে চলে যান। পরে আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এই বিষয়ে অভিযুক্ত মজর মোল্লার ছেলে মামুন মারধরের কথা স্বীকার বলেন,ওনি আমাকে মারছে আমিও ওনাকে মারছি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ এনামুল হোসেন বলেন, ষাটোর্ধ বয়সের একটি বৃদ্ধকে পিটিয়ে আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়