শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরে জামায়াতের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আসামি হিসেবে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। এ ঘটনায় তাকবীর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

[৩] শুক্রবার (২ আগস্ট) বিকালে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

[৪] এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে জামায়াতের কার্যালয়ে তল্লাশি করে ককটেল ও জঙ্গি তৎপরতার বইসহ বিভিন্ন বস্তু উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

[৫] একইদিন বৃহস্পতিবার বেলা পৌনে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের চারতলায় ওই কার্যালয়ে তল্লাশি করে পুলিশ।

[৬] ফরিদপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল সদৃশ বস্তু ও নিষিদ্ধ উগ্রবাদী বই জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়