শিরোনাম
◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ!

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, শহর থমথমে

আবুল কালাম, পাবনা: [২] এসময় আন্দোলনকারীরা বিরোধীদের ৫টি মোটরসাইকলে ভাংচুর করেছে। পুরো শহর দখল করে ব্যাপক শোডাউন দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। 

[৪] এদিন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন পাবনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল পাবনা শহর প্রদক্ষিণ করে আবারও এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন।

[৫] এসময় শিক্ষার্থীরা ডিগ্রি বটতলা মোড়ের দিকে রওনা হলে বিরোধীরা ধাওয়ার দেওয়ার চেষ্টা করে। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে বিরোধী নেতাকর্মীরা সটকে পড়েন। এসময় তাদের ফেলা যাওয়া ৫টি মোটরসাইকেল ভাংচুর করে শিক্ষার্থীরা।

[৬] পরে তারা আবারও পাবনা শহর দখল করে বেশ কিছুক্ষণ শোডাউন দিলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায়।

[৭] একই সময়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারাও শোডাউন দিতে দিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায়। 

[৮] এদিকে বিক্ষোভ চলাকালে স্বল্পসংখ্যাক পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের উপস্থিত থাকলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। 

[৯] শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। এসব ঘটনায় শহরের থমথমে পরিবেশ বিরাজ করছে। 

[১০] এদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

[১১] এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবনা শহরে থেমে থেমে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়