শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় ৪২কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

আবু হাসাদ, রাজশাহী: [২] রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে করে অভিনব কায়দায় মাদক বহনের সময় ৪২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল (০৯ জুলাই) মঙ্গলবার রাত ১০ টার সময় পুঠিয়ার গোপালহাটি (ফকিরপাড়া) ফিলিং-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

[৩] আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফাহাদ আলী জনি (২৮) তাকে ৪২ কেজি গাঁজা এবং গাঁজা বহনের ০১টি ট্রাক সহ গ্রেপ্তার করে র‍্যাব-৫।

[৪] জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় সে গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবত। গাড়ী চালানোর সুবাদে সে নিয়মিত কুমিল্লার সীমান্তবর্তী। এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। 

[৫] অভিযান চালিয়ে র‍্যাব পুঠিয়ার গোপালহাটি (ফকিরপাড়া) রাইম ফিলিং স্টেশনের সামনে নাটোর হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। তল্লাশীকালে চলাকালীন সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাকটির গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশী করে ট্রাক হতে ৪২ গাঁজা উদ্ধার করা হয়।

[৬] এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) সাইদুর রহমান বলেন, গতকাল রাতে র‍্যাব-৫ বিপুল ৪২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে নিয়ে আসে। উপরোক্ত ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়