শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে হরিজনদের উচ্ছেদ বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ঢাকায় ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে ব্রিটিশ আমল থেকে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসন না করে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ করার প্রতিবাদসহ ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।

[৩] বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। 

[৪] প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কমিউনিস্ট পার্টির নেতা ইসরাইল সেন্টু, হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, হরিজন নারী নেত্রী মালতি রানীসহ অনেকে।

[৫] সমাবেশে বক্তারা, হরিজনদের হয়রানী, নির্যাতন বন্ধ, হরিজন সম্প্রদানের মানুষদের স্থায়ী আবাসনের ব্যবস্থা, ভূমিহীনদের পুনর্বাসন করাসহ চাকরী ও শিক্ষা কোটা বাস্তবায়নের দাবি জানান।

[৬] মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে চাঁপাইনবাবগগঞ্জের বিভিন্ন এলাকার বহু নারী পুরুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়