মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর এবং শিক্ষার্থী আহতের ঘটনায় হওয়া মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সাদ্দাম হুসাইন বলেন, আমরা সারারাত অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করেছি। কতজনের নামে মামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি।
গতকাল (মঙ্গলবার) টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনায় এদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।