শিরোনাম
◈ গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে, সতর্ক করলেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীরা (ভিডিও)

ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা।

এসময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এ সংঘর্ষের কারণ জানা যায়নি।

জানা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে। অন্যদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও সংঘর্ষে জড়ায় ঢাকার এ দুই কলেজের শিক্ষার্থীরা। ২০ ফেব্রুয়ারিতে এ ঘটনায় আহত হয় বেশ কজন শিক্ষার্থী। 

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ৯ ফেব্রুয়ারি পুনরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সেদিন বিকেলে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়