শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় একজনকে ধরে পুলিশে সোপর্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় রেজওয়ানুল কবির চয়ন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে ধরেন শিক্ষার্থীরা।

ধরা খাওয়ার পর ওই ব্যক্তি বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।’

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, ‘আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে ধরেছি। পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সে জন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে ধরে রাখে। পরে কোতোয়ালি থানা-পুলিশের সঙ্গে কথা বলে তাকে আমরা পুলিশে সোপর্দ করি।’

আটক রেজওয়ানুল কবির শিক্ষার্থীদের কাছে নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। তবে তিনি কোন শিক্ষাপ্রতিষ্ঠান বা শাখার ছাত্রলীগের সদস্য, তা জানা যায়নি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়