শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ছিনিয়ে  দৌঁড়,  ধাওয়া করে  মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট

মাসুদ আলম : রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক- ওয়ারী বিভাগের সার্জেন্ট মোঃ আল-মামুন। আটককৃত ছিনতাইকারীর নাম- কালাম (৪২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় ওয়ারীর দয়াগঞ্জ মোড় হতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট মোঃ আল মামুন। সকাল সাড়ে দশটার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিলো। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের পরিহিত প্যান্টের পকেট হতে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। ঘটনাটি দায়িত্বরত সার্জেন্ট মোঃ আল মামুনের দৃষ্টি গোচর হলে তিনি সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করেন।

পরবর্তীতে বিষয়টি গেন্ডারিয়া থানাকে অবহিত করলে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে আসে। অতঃপর মোবাইল ফোনটি ঐ বাসের যাত্রী খন্দকার আশরাফুলের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খন্দকার আশরাফুল ট্রাফিক সার্জেন্ট মোঃ মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গ্রেফতারকৃত ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়