শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : ঢাকা জেলার উত্তরখান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির  উপকরণসহ একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭)।

শুক্রবার  দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় ।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে।

চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা ম্যাক্সওয়েলকে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে এমন হাজারো ম্যাক্সওয়েল উত্তরখান ও দক্ষিণ খানের অলিতে গলিতে রয়েছে। থানা পুলিশের আরও তৎপরতা কামনা করছেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়