শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী বিভাগ চেয়ে ঢাকায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “নোয়াখালী বিভাগের জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। খুলনার থেকে নোয়াখালী আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেটাই করবো।”

তারা বলেন, “গত সরকার আমাদের কথা দিয়েছিল- নোয়াখালীকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে রোহিঙ্গা।”

তারা বলেন, “বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন, তার সব নোয়াখালীর আছে। আবার ভাষাভাষী বা জনগোষ্ঠীর দিকে বিবেচনা করলে কিন্তু নোয়াখালীকে বিভাগ করা যায়।”

বর্তমান সরকারের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, “যারা বর্তমান শাসক আছেন বা উপদেষ্টা আছেন, তাদেরকে বলতে চাই- নোয়াখালীর আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করুন। নোয়াখালী বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি।”

আয়োজক সংগঠনের আহ্বায়ক সময় মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, সদস্য দাউদ ইব্রাহীম প্রমুখ।

সুত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়