শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের নেতা গ্রেফতার, তেজগাঁও সাতরাস্তা অবরোধ

মাসুদ আলম: বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও সাতরাস্তা তিব্বত অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অবরোধ শুরু করেন তারা। এসময় তারা টায়ার জ্বালিয়ে, ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করেছেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন। ডাইভারসন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ।

ট্রাফিক তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারি কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগ পন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ তাকে বিকেলে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মূলতঃ মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। আমিসহ সিনিয়র স্যাররা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়