শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাবতলী বেড়িবাঁধ সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মুযনিবীন নাইম: [২] কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক অবুেরাধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। ফলে জরুরি প্রয়োজনে চলা যানবাহন ছাড়া কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ।

[৩] এছাড়াও মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কের বসিলা ব্রিজের মুখে বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তারা সকল প্রকার কোটা বাতিল চেয়ে মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে। তাদের সাথে যোগ দিয়েছে নারী শিক্ষার্থীরাও।

[৪] বৃহস্পতিবার দুপুরে বসিলা ও বেড়িবাঁধ এলাকা সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। 

[৫] জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব এর শিক্ষার্থীরা সকাল দশটা থেকে এই সড়কে অবরোধ করছে। তারা রাস্তায় কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। কোনো ধরনের যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ছোট বাহনও গাবতলী অভিমুখে যেতে পারছে না।

[৬] ইউল্যাব ক্যাম্পাসের গেটের সামনের সড়কে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে তারা সকাল থেকে বিক্ষোভ করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এতে সাধারণ মানুষজন জরুরি কাজে বের হতে গিয়ে বিপাকে পড়ছে। সড়কটির প্রায় ৫০০ গজ জায়গা দখল করে নিয়ে তারা বিক্ষোভ করছে।

[৬] শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনকে নস্যাৎ করার জন্য কয়েকটি জায়গায় ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে এসে হামলা করেছে। ধানমন্ডি এলাকায়ও তাদের সহপাঠীদের ওপর হামলা হয়েছে। এসব কারণে প্রতিটি অ্যাম্বুলেন্সকে তল্লাশি করে তারপর যাওয়ার অনুমতি দিচ্ছে। 

[৭] শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা সকাল ১০টা থেকে সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের একটাই কথা সকল প্রকার কোটা প্রথা বাতিল করতে হবে।

[৮] অন্যদিকে সকাল থেকে বসিলা ব্রিজের ঢালে মোহাম্মদপুর আসার সড়কে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এখানে আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়