রাজু আহমেদ: বুধবার (২২ জুন) বিকেলে সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের ২১নং টিম নগরীর খুলশী থানাধীন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ নাজমুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী নাজমুল বলেন, তারা কয়েকজনে মিলে দেশের বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করে এবং নাজমুল এলাকাতে পাইকারি গাঁজা সরবরাহ করার জন্য এসেছিলেন।
আপনার মতামত লিখুন :