সুজন কৈরী: বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায়, কর্ণফুলী নদী সংলগ্ন এলাকায় বাঁশখালীর একজন কুখ্যাত ডাকাত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে আসবে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ডের পূর্ব জোন ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র বিক্রি করার সময় সাজ্জাদকে (৩০) বিক্রির উদ্দেশ্যে আনা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলিসহ হাতে নাতে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যে ওই এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে লুকিয়ে রাখা আরো ২টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র এবং ৪ রাউন্ড গোলা জব্দ করা হয়। আটক সাজ্জাদ চট্টগ্রামের বাঁশখালী পশ্চিম পুকুরী গ্রামের বাসিন্দা। অভিযানকালে অস্ত্র ছাড়াও একটি বাটন মোবাইল ও নগদ ২৭ হাজার ১৭৫ টাকা জব্দ করা হয়েছে।
খন্দকার মুনিফ তকি আরও বলেন, আটক ডাকাত, জব্দ অস্ত্র ও গোলা এবং অন্যান্য মালামাল কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :