সুজন কৈরী: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিনব কায়দায় চিপসের ও চায়ের পাতার প্যাকেটে রাখা ৫০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম- মোছা. সাহেদা খাতুন (৫০)।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০। তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সাহেদা পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :