মাজহারুল ইসলাম : নওগাঁর সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে মঙ্গলবার (৫ জুলাই) সকালে রমজান আলী নামে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রমজান আলী পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে। বাংলানিউজ২৪
নিহতের পরিবারের বরাত দিয়ে সাপাহার থানার ওসি মাহমুদ জানান, রোববার (৩ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিল রমজান। মঙ্গলবার সকালের দিকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীতে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।
ওসি আরো জানান, মরদেহ সুরতহালে পিঠের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া যায়। এরইমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে পরবর্তীতে পদক্ষেপ নেবে বিজিবি।
আপনার মতামত লিখুন :