হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে সবুজ মোল্লা (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় শহরতলীর বায়তুল আমান আদর্শ একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মী সবুজ মোল্লা ওই এলাকার শহীদ মোল্লার ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। তবে সে বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সবুজ মোল্লা বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোডের ব্যবসায়ী। সোমবার রাতে ফারুক ও প্রত্যয় নামের তাঁর দুই সহযোগী নিয়ে একই এলাকার সম্রাট নামে একজনের বাসা থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে আদর্শ একাডেমির সামনে এলে ছয় থেকে সাতজনের অস্ত্রধারী সন্ত্রাসী সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় সবুজের বাঁ হাত কনুইয়ের নিচ থেকে আলাদা হয়ে যায়। স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি
আপনার মতামত লিখুন :