শিরোনাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ২শ’ ৬২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৩] মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ভাঙ্গা উপজেলার ভাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), একই উপজেলার গঙ্গাবর্দী এলাকার মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৭), জেলার বোয়ালমারী উপজেলার বনগ্রাম এলাকার আবু বক্কারের স্ত্রী জয়নব বেগম (৫৫), পাশের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মো. হযরতের স্ত্রী লাবনী বেগম (২৫) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত শুভ বিশ্বাসের ছেলে মধুসূদন বিশ্বাস (৭৫)।

[৪] ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি জানান।

[৫] এছাড়া, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ’ ১০ জন।

[৬] সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ০৫ জন। এর মধ্যে ১০ হাজার ১শ’ ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়