শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৮:৪২ রাত
আপডেট : ২৮ মে, ২০২২, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃতুশূন্য দেশ, শনাক্ত ২৮

করোনায় মৃতুশূন্য দেশ

শাহীন খন্দকার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শনিবার ২৮ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এতথ্য জানিয়েছেন। 

একদিনে শনাক্ত হওয়া ২৮ জনের  মধ্যে ঢাকা বিভাগের ২০ জনের মধ্যে গাজীপুরে ৪জন, চট্টগ্রাম বিভাগে ১জন, ময়মনসিংহ বিভাগে ১জন সিলেট বিভাগের ৬জন রয়েছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ২০৭জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১ দশমিক ৪৯ শতাংশ। উল্লেখ্য,২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়