শিরোনাম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতজনিত রোগে ৮০ দিনে মৃত্যু ১০১ জনের

হাসপাতাল

শাহীন খন্দকার: রাজধানীসহ সারাদেশে শীতজনিত ও ডায়রিয়া রোগে প্রাণ হারিয়েছেন ১০১ জন। শীতজনিত রোগে ৮০ দিনে সারাদেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮০ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ জন।

এ ছাড়া একই সময়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৭২৪ জন। মারা গেছেন তিন জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং আরও এক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৭ জন।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়