শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন বললেন,উপাচার্য

শীর্ষক কর্মশালা

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন  আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, রোগীদের রোগ নির্ণয়ের ল্যাবরেটরি মেডিসিনের গুরুত্ব অপরিসীম। দেশে ল্যাবরেটরি মেডিসিনের আরো প্রসার ঘটাতে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও জনবল নিশ্চিত করতে বিএসএমএমইউ’র পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

শহীদ ডা. মিল্টন হলে মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টস এবং বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টস এর যৌথ উদ্যোগে ‘এমেন্ডমেন্ট অব বিএসপি কনস্টিটিউশন এবং রোগ নির্ণয়ে ল্যাবরেটরি মেডিসিনের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময়ে ওয়ার্কশপের সাইন্টেফিক সেশনে বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করা হয়। ল্যাবরেটরি মেডিসিনের গুরুত্ব, সীমাবদ্ধতা, বর্তমানে বাংলাদেশে ল্যাবরেটরি মেডিসিনের উচ্চশিক্ষার সুযোগ, সরকারী ও বেসরকারী পর্যায়ে ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের গুরুত্বসহ সরকারী হাসপাতাল উপজেলা থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত ল্যাবরেটরি মেডিসিনের পর্যাপ্ত বিশেষজ্ঞ পদ না থাকায় সেবা প্রদানের কাজ ব্যাহত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারীরা যথাযথ পদ না পাওয়ায় যেমন কাজের সুযোগ পাচ্ছেন না তেমনি রোগীরাও বিভিন্ন পর্যায়ে ল্যাবরেটরি মেডিসিনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই যে সীমিত পদগুলো আছে সেখানে সংশ্লিষ্ট ল্যাবরেটরী মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তারদের পদায়িত করা প্রয়োজন এবং আরও পদ সৃষ্টির মাধ্যমে যথাযথভাবে পদায়ন করে রোগীদের সেবা গ্রহণের সুযোগ প্রদান করা উচিত বলেন বক্তারা। 

বাংলাদেশ সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টস এবং বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টস এর সভাপতি অধ্যাপক ডা. এ এন নাসিমুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেওয়ান রেজাউল করিম, বিএসএমএমইউ’র ল্যবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, অধ্যাপক ডা. কুদ্দুসুর রহমান প্রমুখসহ সোসাইটির সদস্যবৃন্দ। 

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়