শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৪৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ উপাচার্যের মায়ের দাফনকাজ সম্পন্ন 

হোসনে আরা বেগম

ভূঁইয়া আশিক রহমান : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের রত্মগর্ভা মা হোসনে আরা বেগমের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় (৪ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী  উপজেলা চত্বর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় মুরহুমার বড় পুত্র মহসিন আহমেদ, মেজো পুত্র বিএসএমএমইউ উপাচার্য  অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদমায়ের পক্ষে সকলের কাছে দোয়া চান। নামাজে জানাযা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন।

নামাজে  জানাযায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,  সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান,  হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে. আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, কাশিয়ানি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, কাশিয়ানী থানার  ওসি (তদন্ত) ফিরোজ আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কিজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা প্রমুখসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মা গত রবিবার (২ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২ টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়