শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২২, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আরো ৯৮ জন হাসপাতালে ভর্তি 

ডেঙ্গু

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। ১৪ আগষ্ট ১২৮ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন  হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮ জনের মধ্যে রাজধানীর সরকারি বেসরকারি  হাসপাতালে নতুন ৭৭ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২১ জন।

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ৪১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগষ্ট পর্যন্ত সর্বমোট দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪ হাজার ৮১ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৮৬ জন।

অন্যদিকে সারাদেশে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৬৫০ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩হাজার ৪২ এবং রাজধানীর বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৬০৮ জন। এছাড়া চলতি বছর  ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৭  জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ চলতি বছর জুন থেকে ১৭ আগষ্ট পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ জন। আর মৃত্যু হয়েছে জুনে একজন, জুলাইতে ৯জন আর আগষ্টে ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে  ৩০জন এসএস এমসিও মিটফোর্ড মেডিকেল হাসপাতালে ১৯জন শিশু হাসপাতাল ও ইনিষ্টিটিউটে ২০ ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সর্বোচ্চ ভর্তি রোগী রয়েছে মুগদা  মেডিকেল হাসপাতালে ৫৪ জন।  বিজিপি হাসপাতালে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছে ১৩ জন ক’র্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৪ জন। 

এদিকে  বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ৬ জন, হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১০জন, বারডেম হাসপাতালে ৪ জন, ইবনেসিনা হাসপাতাল ধানমন্ডি ও কল্যাণপুরে ২৬ জন আর স্কোয়ার হাসপাতালে ১৫ জন ভর্তি আছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এতথ্য জানা যায়।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়