শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে শয্যা সংকট, ছাড়পত্র পেলেও সিট ছাড়ছেন না অনেক রোগী

শয্যা সংকটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও, দিতে পারছে না সিট। অভিযোগ আছে, চিকিৎসার আর প্রয়োজন নেই, এমন অনেককেই ছাড়পত্র দিলেও, হাসপাতাল ছাড়ছেন না তারা। ফলে, অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঈদের দিন বাঁশ দিয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির চোখে আঘাত করে স্থানীয় একজন। অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি। অভিযোগ করেন, তাকে ভর্তি করা হলেও পাচ্ছেন না সিট।

জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই, এমন ৩০ জনকে ছেড়ে দেয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। কিন্তু, চক্ষু বিজ্ঞানের ৪ তলার বি-ব্লকের সিটে তারা অবস্থান করছেন। কর্তৃপক্ষ জানান, চাইলেও সেখানে অন্য সেবাপ্রার্থীকে সিট দিতে পারছে না তারা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, বিভিন্ন ভাগে ও পর্যায়ে ফলো-আপের জন্য তারা পরামর্শ দিয়েছে। জুলাই আহতরা সাধারণ সিট দখল করে রাখলে অন্যান্য সাধারণ রোগীদের সিট দেয়া সম্ভব হচ্ছে না।

আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া। হাসপতাল থেকে জানা যায়, ৫৪ জনের মধ্যে ভেতরে আছেন ৪/৫ জন। বাকিরা ঈদে বাড়িতে গেছেন।

ডা. জানে আলম এও বলেন, তাদের দাবি হচ্ছে অনেক দূর থেকে চিকিৎসা নিতে আসতে হয় এবং অনেক রাতে চলে আসতে হয় দেখে থাকার কোন জায়গা নেই।

শয্যা সংকট এবং আহদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক বললেন, ঈদের ছুটি, তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা। ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার পুরোদমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সূত্র: যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়