শিরোনাম
◈ ধর্ম অবমাননার অভিযোগের শিশির মনিরের বিরুদ্ধে মামলা ◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে বুঝবেন যেসব লক্ষণে

বর্তমানে উচ্চ কোলেস্টেরল একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। এটি সরাসরি হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সমস্যা হচ্ছে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও তা সঙ্গে সঙ্গে স্পষ্ট কোনো উপসর্গ দেখায় না। তবে কিছু শারীরিক লক্ষণ রয়েছে, যা উপেক্ষা না করাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, নিচের ৬টি লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি:

১. চোখের পাতার চারপাশে হলদেটে প্যাচ বা ফোলা ভাব: চোখের চারপাশে ছোট ছোট হলদেটে চর্বিযুক্ত দাগ বা ফোলা ভাব দেখা গেলে তা হতে পারে উচ্চ কোলেস্টেরলের একটি স্পষ্ট ইঙ্গিত। এগুলো সাধারণত ব্যথাহীন হলেও রক্তে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার লক্ষণ হতে পারে।

২. কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা রিং : চোখের কর্নিয়ার (স্বচ্ছ অংশ) চারপাশে ধূসর বা সাদা রিং দেখা গেলে তা হতে পারে কর্নিয়াল আর্কাস। এটি বেশি বয়সীদের মধ্যে স্বাভাবিক হলেও যদি কম বয়সে (৪৫ বছরের নিচে) দেখা যায়, তবে তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

৩. ত্বকে হলদেটে দানা বা ফুঁসকুড়ির মতো : চোখ, গাল, কনুই বা হাঁটুর আশেপাশে হলদেটে ছোট ছোট ফুঁসকুড়ির মতো দানা দেখা গেলে তা হতে পারে জ্যান্থোমাস। এগুলো সাধারণত ব্যথাহীন হলেও রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বা লিপিডের কারণে হয়ে থাকে।

৪. ত্বকে হলদেটে ছোপ বা রঙ পরিবর্তন : ত্বকে বিশেষ করে মুখে বা চোখের চারপাশে হলদেটে ছোপ বা পিগমেন্টেশন দেখা গেলে তা জ্যান্থোডার্মা হতে পারে, যা উচ্চ কোলেস্টেরলের কারণে ত্বকে চর্বিযুক্ত পদার্থ জমার ফলাফল।

৫. ত্বকে নীলচে বা বেগুনি রঙের জালাকৃতি দাগ: কোলেস্টেরল এমবোলিজম ইঙ্গিতের কারণে রক্তনালিতে কোলেস্টেরলের খণ্ড আটকে গিয়ে ত্বকে নীল বা বেগুনি জালের মতো দাগ তৈরি হতে পারে। এটি রক্ত প্রবাহ ব্যাহত হওয়ার একটি সংকেত এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন।

৬. হঠাৎ করে ছোট ছোট গুটি বা ফুসকুড়ির মতো গুচ্ছ: যদি হঠাৎ মুখ, বাহু বা নিতম্বে ছোট ছোট লাল বা হলুদ গুটি গুচ্ছ আকারে দেখা যায়, তবে তা হতে পারে বিস্ফোরিত জ্যান্থোমাস। এটি সাধারণত রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে হয় এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়।

পরামর্শ: এই লক্ষণগুলোর কোনওটি যদি আপনার মধ্যে দেখা যায়, তবে দেরি না করে রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে তা হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। উৎস: টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়