শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২২, ০৪:২৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২২, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টিপাতের সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ

পরিবেশ পর্যটন ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি আজ সকাল ৯টার দিকে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপটি দ্রুত শক্তিসঞ্চার ও স্থান পরিবর্তন করে ওই এলাকায় নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।  ঢাকা পোস্ট, এনটিভি

রোববার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানান, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে আছে। আরও এক-দুই দিন পর উপকূলে আঘাত হানবে।

তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর প্রভাবে বাংলাদেশের আকাশে মেঘমালার সৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাব তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলে পড়তে পারে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালার সৃষ্টি হবে। এর ফলে বাংলার আকাশে মেঘ থাকতে পারে। মূলত আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আকাশ মেঘলা থাকলে সাধারণত তাপমাত্রা সামান্য বাড়ে। এই ধারাবাহিকতায় দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‘এর প্রভাবে রোববার মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ও শ্রীলঙ্কার অদূরে অবস্থান করলেও এটি গতি বাড়িয়ে স্থানও পরিবর্তন করছে।’ আজ রোববার না হলেও সোমবার (২১ নভেম্বর) ঝড়ের সর্তকতা সংকেত জারির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে গত মাসে ঘূর্ণিঝড় সিত্রাং যেতে না যেতে সাগরে আবারও নিম্নচাপ সৃষ্টির আশংকা নিয়ে এবার আগেভাগেই আতংকিত হয়ে পড়েছে মোংলার উপকূলের বাসিন্দারা। 

মামার ঘাটের নৌযানচালক কামরুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগের সিত্রাংয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন শুনছি সাগরে আবারও ঝড় সৃষ্টি হচ্ছে, তাতেও আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবো। কারণ আবহাওয়া খারাপ হলে নদীতে নৌযান চলাচল বন্ধ রাখতে হয়, এতে আমাদের আয় থাকে না। মালিক-শ্রমিকদের কষ্টে থাকতে হয়।’ 

জাহাজের শ্রমিক আনোয়ার হোসেন কাকন ও ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগের ঘূর্ণিঝড়ে মোংলায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দিনমজুর, ঝড়-বৃষ্টি হলে আমাদের কাজ থাকেনা, সরকারি কোনো সাহায্যও পাই না।’

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৯ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, সর্বশেষ রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও ফেনীতে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। রিপোর্ট: হ্যাপী আক্তার

এইচএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়