শিরোনাম
◈ দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস, ১৩ আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ ◈ ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ◈ জনমত উপেক্ষা করেই বিদেশিদের দায়িত্বে দেয়া হ‌চ্ছে চট্টগ্রাম বন্দর? ◈ বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড ভারতের ওপর আস্থা হারিয়ে এখন থাইল্যান্ড ও মালয়েশিয়ার শরণাপন্ন ◈ চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া, ভিডিও ভাইরাল ◈ সিলেটে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা ◈ আ‌র্জেন্টিনার বিরু‌দ্ধে পাঁচ বল খে‌লেই ম্যাচ জিতলো কানাডা ◈ বিকা‌লে এফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী ও কির‌গিজস্তান ক্লা‌ব মু‌খোমু‌খি ◈ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই ও ৩ নোট বিনিময় সম্পন্ন ◈ ২০৩৬ সালের অলিম্পিক আ‌য়োজন কর‌বে ভারতে?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০-৩০ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা, সতর্ক করলেন কানাডার আবহাওয়াবিদ

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বড় ধরনের বন্যা হতে পারে। তার মতে, বিগত ৫ বছরের মধ্যে বাংলাদেশ হয়তো সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হতে যাচ্ছে এবার।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগস্ট-সেপ্টেম্বর মাসে। বাংলাদেশে বর্ষাকালের প্রকৃত একটি বন্যার আশঙ্কা করা যাচ্ছে। ২০২০ সালের পরে প্রকৃতপক্ষে দেশব্যাপী বড় কোনো বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল ফ্লাশ-ফ্লাড বা পাহাড়ি ঢল।

তিনি লেখেন, বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বুঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া। একইভাবে তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক আরও লিখেন, আশঙ্কা করা যাচ্ছে ২০২৫ সালের এ বন্যায় পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে। সম্ভাব্য এ বন্যাটি আগস্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। আমি মনে-প্রাণে চাইব আমার পূর্বাভাসটি ভুল প্রমাণিত হোক ও বাংলাদেশের মানুষ কোনো বড় মানের বন্যার সম্মুখীন না হোক।

এ ছাড়াও পোস্টের শেষদিকে ‘বিশেষ দ্রষ্টব্যের’ অংশে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার সাপেক্ষে তথ্য প্রমাণসহ যুক্তি উপস্থাপন করে ‘আবহাওয়া ডট কম’ ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাধর্মী একটি পোস্টের কথাও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়