জাফর ইকবাল, খুলনা: [২] খুলনা বিভাগের ওপর দিয়ে সপ্তাহব্যাপী বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়ছে।
[৩] খুলনা বিভাগের আজকের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় অবস্থানে ঈশ্বরদী ৪২.০ ডিগ্রি। যশোরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি। খুলনায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে আজ দুই ডিগ্রি কম।
[৪] খুলনা বিভাগীয় আবহাওয়া অফিসের পাঠানো তথ্যে জানা যায়, ২১ এপ্রিল রবিবার বিকাল ৩.০০টায় কুষ্টিয়ার কুমারখালিতে ৪০.২ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯.৫ ডিগ্রি, মোংলায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
[৫] এছাড়া আগামী ৭২ ঘন্টা বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস