শিরোনাম
◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ ◈ ফজরের পর কবরস্থানে দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য! (ভিডিও) ◈ মিছিলে ডামি রাইফেল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রো‌হিত ও কোহলির ব‌্যা‌টে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে জয় পে‌য়ে হোয়াইটওয়াশ এড়া‌লো ভারত ◈ জুলাই সনদ বাস্তবায়নের খসড়া উপস্থাপনে অপারগ জাতীয় ঐকমত্য কমিশন: এনসিপি ◈ প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা ◈ নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন খে‌লোয়াড়রা, ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার ১ ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ১ ◈ রেইনবো নেশন তত্ত্ব কী, বিএনপি কি পারবে এটি বাস্তবায়ন করতে? ◈ আদানিকে বাঁচাতে এলআইসির মাধ্যমে ৩.৯ বিলিয়ন ডলার বিনিয়োগের গোপন পরিকল্পনা মোদি সরকারের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৪, ১০:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে ভেঁসে এসেছে মৃত জোড়া কচ্ছপ

নিনা আফরিন, পটুয়াখালী: [২] পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একসাথে দুটি মৃত কচ্ছপ ভেঁসে এসেছে। যার একটির ওজন প্রায় ৪০ কেজি অন্যটির ওজন ৩৫ কেজি। 

[৩] বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১২ টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দু'টি ভেঁসে এসেছে এমন খবর পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরবর্তীতে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে কচ্ছপ দুটিকে মাটিচাপা দেয়া হয়।

[৪] সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলত কদিন আগে জেলিফিশের আধিকের কারনে ওরা তীরে আসতে পারে কারন এই কাছিমগুলোতে জেলিফিশ খেতে পছন্দ করে। আজকে যে কাছিম দুটি আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, তাতে মনে হচ্ছে কেউ আঘাত করেছে তাতে ওদের মৃত্যু হচ্ছে। 

[৫] কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, দুটি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন দেখেছি এবং রক্তক্ষরণ হচ্ছিল, মনে হচ্ছে কোনকিছুর সাথে আটকে মারা গেছে।

[৬] বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে আমার ফোর্সসহ দ্রুত চলে আসি। কচ্ছপ দুটিকে আমরা মাটি চাপা দিয়েছি যাতে করে দূর্ঘন্ধ না ছড়ায়। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়