শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজল গায়ক পঙ্কজ উদাসের অনুষ্ঠানেই প্রথম উপার্জন শাহরুখ খানের 

শাহরুখ খান ও পঙ্কজ উদাস

ইমরুল শাহেদ: [২] সোমবার প্রয়াত হয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস। শাহরুখ খান অভিনীত ‘দিল আশনা হ্যায়’ সিনেমায় গান গেয়েছিলেন পঙ্কজ। কিন্তু তার অনেক আগেই পঙ্কজের সঙ্গে শাহরুখের অদৃশ্য এক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। শাহরুখ তখন বেকার। কাজের চেষ্টা করছেন। উপার্জনের উপায় খুঁজছেন। সেই সময় দিল্লিতে পঙ্কজের একটি কনসার্ট ছিল। পঙ্কজের অনুষ্ঠানে দর্শক সামলানো ছিল সবচেয়ে কঠিনতম কাজ। আশির দশকে পঙ্কজের গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা ছিল অগুনতি। 

[৩] অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শককে আলো দেখিয়ে নির্দিষ্ট আসনে বসানোর কাজের জন্য লোকজন নেওয়া হচ্ছিল। শাহরুখ সেই কাজটি করেছিলেন। অনুষ্ঠান শুরুর আগে টর্চের আলো ফেলে দর্শককে নির্দিষ্ট স্থানে বসিয়েছিলেন শাহরুখ। সেই কাজ করে পারিশ্রমিক হিসাবে ৫০ রুপির একটা চেক পান শাহরুখ। 

[৪] এক সাক্ষাৎকারে শাহরুখ এই ঘটনার কথা বলেছিলেন। তারপর সেই অর্থ নিয়ে তিনি প্রথমেই তাজমহল ঘুরে আসেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘তারপর আমি বহু অর্থ উপার্জন করেছি। কিন্তু জীবনের প্রথম উপার্জন এমন এক জনের অনুষ্ঠান থেকে করেছিলাম যে, আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়।’ সম্পাদনা: ইকবাল খান

আইএস/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়