শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ‘কাঠগোলাপ’ দেশের সেন্সরে আটকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’। কিন্তু দুই মাস ধরে আটকা পড়ে আছে দেশের সেন্সর বোর্ডে। শুরুতে বিনা কর্তনে ছাড়ের কথা শোনা গেলেও শেষ অবদি মেলেনি ছাড়পত্র।

[৩] ছবির প্রযোজক ফরমান আলী জানান, গত ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। ২৪ সেপ্টেম্বর বোর্ড সদস্যরা ছবিটি দেখেন। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন কল করে ফরমান আলীকে জানান, ছবিটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। 

[৪] ফরমান আলী বলেন, পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে জানান, ছবিতে একটা রোগের বিষয় রয়েছে, এমন রোগ পৃথিবীতে আছে কি না, তা কোনো বিশেষজ্ঞের অভিমত নিয়ে জমা দিতে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আলাউদ্দিন খানের বক্তব্য বোর্ডে পেশ করি। তবু ছাড়পত্র পাইনি।

[৫] এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ বলেন, কিছু কিছু ছবির ক্ষেত্রে আমাদের অবজারভেশন থাকে। সেটা শেষ করেই ছাড়পত্র দেওয়া হয়। তবে ‘কাঠগোলাপ’ কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

[৬] অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, জামশেদ শামীম, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়