শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ‘কাঠগোলাপ’ দেশের সেন্সরে আটকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’। কিন্তু দুই মাস ধরে আটকা পড়ে আছে দেশের সেন্সর বোর্ডে। শুরুতে বিনা কর্তনে ছাড়ের কথা শোনা গেলেও শেষ অবদি মেলেনি ছাড়পত্র।

[৩] ছবির প্রযোজক ফরমান আলী জানান, গত ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। ২৪ সেপ্টেম্বর বোর্ড সদস্যরা ছবিটি দেখেন। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন কল করে ফরমান আলীকে জানান, ছবিটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। 

[৪] ফরমান আলী বলেন, পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে জানান, ছবিতে একটা রোগের বিষয় রয়েছে, এমন রোগ পৃথিবীতে আছে কি না, তা কোনো বিশেষজ্ঞের অভিমত নিয়ে জমা দিতে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আলাউদ্দিন খানের বক্তব্য বোর্ডে পেশ করি। তবু ছাড়পত্র পাইনি।

[৫] এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ বলেন, কিছু কিছু ছবির ক্ষেত্রে আমাদের অবজারভেশন থাকে। সেটা শেষ করেই ছাড়পত্র দেওয়া হয়। তবে ‘কাঠগোলাপ’ কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

[৬] অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, জামশেদ শামীম, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়