শিরোনাম
◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ‘কাঠগোলাপ’ দেশের সেন্সরে আটকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’। কিন্তু দুই মাস ধরে আটকা পড়ে আছে দেশের সেন্সর বোর্ডে। শুরুতে বিনা কর্তনে ছাড়ের কথা শোনা গেলেও শেষ অবদি মেলেনি ছাড়পত্র।

[৩] ছবির প্রযোজক ফরমান আলী জানান, গত ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। ২৪ সেপ্টেম্বর বোর্ড সদস্যরা ছবিটি দেখেন। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন কল করে ফরমান আলীকে জানান, ছবিটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। 

[৪] ফরমান আলী বলেন, পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে জানান, ছবিতে একটা রোগের বিষয় রয়েছে, এমন রোগ পৃথিবীতে আছে কি না, তা কোনো বিশেষজ্ঞের অভিমত নিয়ে জমা দিতে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আলাউদ্দিন খানের বক্তব্য বোর্ডে পেশ করি। তবু ছাড়পত্র পাইনি।

[৫] এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ বলেন, কিছু কিছু ছবির ক্ষেত্রে আমাদের অবজারভেশন থাকে। সেটা শেষ করেই ছাড়পত্র দেওয়া হয়। তবে ‘কাঠগোলাপ’ কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

[৬] অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, জামশেদ শামীম, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়