শিমুল চৌধুরী ধ্রুব: [২] গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। তবে ১৫তম দিনে বক্স অফিসে ভাটা পড়েছে। জানা গেছে, এই দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৭.৯৫ কোটি রুপি। সূত্র: বলি মুভি রিভিউজ
[৩] এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ৫২৮.৩৯ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৪৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৪৯ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
[৪] ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু, প্রিয়ামনি, দীপিকা পাড়ুকোন প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/এনএইচ
আপনার মতামত লিখুন :