শিরোনাম
◈ ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ৯ বছর পর পাকিস্তান গেলেন ভারতের কোনো মন্ত্রী ◈ ওএসডি কর্মকর্তারা কী করেন? ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ◈ শেষ নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে ছিল মাত্র সাড়ে ২৮ হাজার টাকা, ১৫ বছরই আয় করেছেন সুদ থেকে  ◈ আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস ◈ আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! (ভিডিও) ◈ যে কারনে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত ◈ সালমানকে প্রাণ বাঁচাতে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন বিজেপি এমপি ! ◈ ৪৩তম বিসিএস: ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের ◈ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পরীমণি’ সেজে পুরস্কার জিতল বিড়াল

শিমুল চৌধুরী ধ্রুব: মডেলদের নিয়ে এতদিন র‌্যাম্প শো করার কথা শোনা গেলেও বিড়াল নিয়ে দেশে কখনোই র‌্যাম্প শো আয়োজন করতে দেখা যায়নি। এবারই প্রথমবারের মত ইন্টারন্যাশনয়াল সোসাইটি অব এপ্লাইড ইথোলজি’র সমন্বয়ে বিড়ালের র‌্যাম্প শো ‘যেমন খুশি তেমন সাজাও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। সূত্র: দেশ রুপান্তর

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাব প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

র‌্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে নিয়ে আসেন প্রতিযোগীরা। বিড়ালের চোখে সানগ্লাস, গায়ে শাড়ী-দামি পোশাক, গলায় বিভিন্ন রংয়ের ফিতা, মাথায় টুপি-মুকুট, কোমরে বেল্ট ও বিড়ালের গায়ে বিভিন্ন ধরণের কসমেটিকস দিয়ে সাজানো হয়। তেমনি এই শোয়ে বিড়ালকে চিত্রনায়িকা পরীমণি রূপে উপস্থাপন করেন পদ্মা আবাসিক এলাকার রিদিতা। র‌্যাম্প শোতে তার বিড়ালটি পুরস্কারও জিতে নেয়। সূত্র : কাল বেলা

এ প্রসঙ্গে রিদিতা বলেন, আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। তাকে পরীমণি সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। তার ভালো পারফর্মে পুরস্কার পেয়েছি আমি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকেই উপস্থিত ছিলেন যাদের কেউ তাদের বিড়ালকে রানি এলিজাবেথ কেউবা আবার ডাক্তার সাজিয়ে প্রদর্শন করেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়