শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কুইন অব রক এন রোল’ গায়িকা টিনা টার্নার মারা গেছেন

টিনা টার্নার

এ্যানি আক্তার: বুধবার (২৩ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। আনন্দবাজার

পঞ্চাশ দশকে টিনা তার ক্যারিয়ার শুরু করেন, রক ‘এন’ রোলের প্রাথমিক সময়ে। তার কিছুদিন পরেই এমটিভির সেনসেশন হয়ে যান। তার চার্ট-টপিং গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’।  যেখানে তিনি প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলে অভিহিত করেছিলেন। যা এখনও সমানভাবে জনপ্রিয়। টিনা টার্নার বললেই যেন মনে আসে নিউ ইয়র্কের রাস্তায় সোনালি চুল, মিনি স্কার্ট, ক্রপড জিন্সের জ্যাকেট, স্টিলেটো পরে হেঁটে যাচ্ছেন হলিউডের এই গায়িকা।জোরালো কণ্ঠ, অফুরাণ উদ্যম, শক্তিশালী স্টেজ পারফরমেন্সের কারণে খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। হিন্দুস্তান টাইমস

রিও ডি জেনেরিওতে তার ১৯৮৮ সালের শোতে ১ লাখ ৮০ হাজার দর্শক জড়ো হয়েছিল, যা যে কোনও একক শিল্পীর জন্য সবচেয়ে বড় কনসার্ট। গিটারিস্ট স্বামী ইকের সঙ্গেও গান গাইতেন একসঙ্গে। তাদের গাওয়া ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো বেশভালো জনপ্রিয়। ১৯৭৮ সালে বিচ্ছেদ হয়েছিল ইক আর টিনার। বিয়েতে থাকার সময় ইকের থেকে পাওয়া আঘাতের কারণে চোখে-মুখে কালশিটে ও শরীরের নানা জায়গায় ব্যথা নিয়ে একাধিকবার তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালের ইমার্জেন্সিতে। 

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা টার্নার আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেইমে একক শিল্পী হিসেবে অনর্ভুক্ত করা হয় টিনার নাম। তার আগে যদিও গায়িকার নাম ছিল সেখানে প্রাক্তন স্বামী ইকের সঙ্গে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এএ/এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়