শিরোনাম
◈ অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি  ◈ ফের আইএমএফ দল ঢাকায়, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় পর্যালোচনা হবে ◈ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ◈ দেশবিরোধী অপপ্রচার রোধে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি বন্ধ করুন: ১৯ সাংবাদিক সংগঠন ◈ প্রতিহিংসা পরায়ণ খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার মহানুভবতা নজিরবিহীন: তথ্যমন্ত্রী ◈ আর স্যাংশন আসবে না, তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের ◈ ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রুচিতে বাধলে হিরো আলমকে মেরে ফেলেন’

হিরো আলম-মামুনুর রশীদ

শিমুল চৌধুরী ধ্রুব: ‘আমাকে পারলে তৈরি  করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন। আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম হয়েছি। আমাকে নিয়ে যাদের রুচি হয় না সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন। আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।’

২৭ মার্চ (সোমবার) রাতে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদকে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে এসব কথা বলেন হিরো আলম।

এই কনটেন্ট ক্রিয়েটরের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’

এই নাট্যজন হিরো আলম সম্পর্কে বলেন, কয়েকজন বলার পর খোঁজ নিয়ে জানতে পারি সে যখন সংসদ নির্বাচন করছে, তাকে কেউ একটা গাড়ি দিচ্ছে। সেই গাড়ির আবার ৯-১০ বছর ধরে কোনো ফিটনেস নেই। তাকে নিয়ে অনেক দিনই আমি বিরক্ত ছিলাম। এ নিয়েও বিরক্ত ছিলাম, দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।

মামুনুর রশিদের এমন মন্তব্যের প্রতিবাদে ফেসবুক লাইভে এসে নানান কথা বলেছেন আলম। এই নাট্য ব্যাক্তিত্বকে আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, ‘মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে। এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে? রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না। যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। কারণ আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়