শিরোনাম
◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৭৫ বছরেও বিছানায় সক্ষম’ সুমনের বক্তব্য নিয়ে যা বললেন শ্রীলেখা

কবির সুমন-শ্রীলেখা

শিমুল চৌধুরী ধ্রুব: ১৬ মার্চ নিজের জন্মদিনে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন জানিয়েছিলেন, ৭৫ বছর বয়সেও বিছানায় চূড়ান্ত সক্ষম তিনি। তার এমন বক্তব্যে সোরগোল পরে যায় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। তার বক্তব্যে পাল্টা মন্তব্য করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এবার কবির সুমনের বক্তব্য প্রসঙ্গে মুখ খুললেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আনন্দবাজার

গণমাধ্যমে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনিও প্রায় লেখিকা তসলিমার পথে হাঁটেন। বলেন, আমি সামান্য জন্মদিনে নিজের পছন্দের পানীয় পান করেছি বলে সেটা নিয়ে যাচ্ছেতাই হয়েছে। এক নারী তো সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওই করে ফেললেন। আসলে আমরা হাফবেকড।

‘আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। আমাকে সমৃদ্ধ করেছেন নারীরা। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করায় বেশ এনার্জি আমার।’-সুমনের এমন মন্তব্যের প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘সক্ষম থাকা তো ভালো। শরীর ভালো থাকে। কিন্তু এই বিষয়কে দু’ভাবে দেখা যায়। আবার এটাও সত্য, তার (কবির সুমন) এ কথা যদি কোনো নারীরা বলেন, তাহলে তাকে সমাজ ছাড়বে না। জন্মদিনে নিজের অর্থে কেউ মদপান করতেই পারে। তা নিয়েই কত মন্তব্য। নারীদের নারীরাই ছোট করে। অন্যরা কী করবে?

তিনি আরও বলেন, ‘আমি তসলিমার সঙ্গে একমত। কোনো নারী এমন কথা বললে তাকে ধর্ষণ করার বাকি রাখতো মনে হয়। আসলে আমরা সঠিক শিক্ষা পাইনি। এ ক্ষেত্রে নারীদেরও কিছু দায় রয়েছে। নারীদের সেই সমতা নিজেদেরই বজায় রাখতে হবে।’

এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়