শিরোনাম
◈ আইপিএলের ফাইনালে চেন্নাইকে ২১৫ রানের টার্গেট দিল গুজরাট ◈ নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না: প্রতিমন্ত্রী ◈ রামগড়ে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড ◈ এরদোগানের মতো আবারো ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই ◈ মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে শিশু নিহত ◈ ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে’ ◈ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা ◈ নতুন ভিসা নীতিতে চাপে বিএনপি: তথ্যমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৭:১০ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মধ্যরাতে শাকিবের হোটেল রুমে নারী’, যা বললেন বুবলী

বুবলী, শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণসহ নানা অভিযোগ এনে এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট চারটি সংগঠনে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ। গত ১৫ মার্চ অভিযোগ জানানোর পর আলাদা আলাদা সময়ে এ নিয়ে কথা বলছেন শাকিব ও রহমত। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে ধর্ষণসহ অন্যান্য অভিযোগের ব্যাপারে কথা বলছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (২০ মার্চ) সামাজিক মাধ্যমে ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে বুবলী বলেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’

‘অনেক বছর আগের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিবের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা, শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা শোনা হলো না?’

তিনি বলেন, ‘২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব তার সুপার হিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সঙ্গে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। তিনি (শাকিব খান) যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

বুবলী আরও লেখেন, ‘তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক খরচ হতো। মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কি করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল? এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না? এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে। যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে।’

‘কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার কেন? কী চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেয়া? আমার জানা মতে শাকিব অনেক বার অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনো যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দিবেন। কারণ সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা নাহলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না।’

সবশেষ ‘বসগিরি’ সিনেমার এই নায়িকা লেখেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিবকে নিয়ে ওঠে পড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো-কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।’ শেষে ইংরেজিতে তিনি যুক্ত করেন, ‘যাষ্ট রিমেম্বার, ওয়ানস এ কিং - অলওয়েজ কিং! ওয়ানস এ সুপারস্টার - অলওয়েজ সুপারস্টার!!’

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়