শিরোনাম
◈ আইপিএলের ফাইনালে চেন্নাইকে ২১৫ রানের টার্গেট দিল গুজরাট ◈ নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না: প্রতিমন্ত্রী ◈ রামগড়ে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড ◈ এরদোগানের মতো আবারো ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই ◈ মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে শিশু নিহত ◈ ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে’ ◈ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা ◈ নতুন ভিসা নীতিতে চাপে বিএনপি: তথ্যমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু

উদীয়মান সূর্য

ইমরুল শাহেদ: সম্প্রতি জন্মদিনের মতো কেক কেটে প্রযোজক ও পরিচালক এসএম শফিউল আজমের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু হয়েছে পরিচালক দেওয়ান নাজমুলের মগবাজার ষ্টুডিওতে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা। সচরাচর ডাবিংয়ের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে না। ছবির মহরত বা মুক্তির আগে সংবাদ সম্মেলনে কেক কাটেন। কেউ কেউ ছবি শুরু করার সময় শখ করে কেক কেটে থাকেন। 

পরিচালক বলেন, ‘আমরা ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। কিন্তু আমি ভিন্ন কাজে ব্যস্ত থাকায় ছবিটির ডাবিং স্থগিত ছিল। অনেক দিন পর কাজ শুরু করেছি বলে এই আয়োজন। ইউনিটকে উজ্জীবিত করাও এর উদ্দেশ্য।’ তিনি বলেন, ছবির কাজ মুক্তির আগে আর থামবে না।’ তিনি জানান আগামী ঈদের পর ছবিটি মুক্তির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। কেক কাটার পর নায়িকা কান্তা নূর সকলের মুখে কেক তুলে দেন। 

তিনি বলেন, ‘ছবিটির ডাবিং শুরু হওয়ায় আমি খুব আনন্দিত।’ পরিচালক জানালেন, নায়িকাই কেক এবং মিষ্টি নিয়ে এসেছেন। এ সময় ছবির নায়ক সাদমান উপস্থিত ছিলেন না। ইউনিটের সবার কাছে তাৎক্ষণিকভাবে নায়কের অভাব অনুভূত হয়েছে। সাদমান পরে জানিয়েছেন, রাস্তায় জ্যাম থাকার কারণে তিনি সময় মতো ডাবিং থিয়েটারে পৌঁছুতে পারেননি। 

তবে ডাবিং শুরু হওয়ার প্রথম দু’দিনে তিনি টানা কাজ করে ডাবিং শেষ করে দিয়েছেন। পরিচালক জানান, এ ছবিতে ঢাকার চলচ্চিত্র ও টিভি মিডিয়ার অনেক শিল্পী কাজ করেছেন। তাদের কাছ থেকে তিনি প্রত্যাশিত সহযোগিতাও পেয়েছেন।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়