শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল বিশ্বকাপ জিতলে নগ্ন ছবি বিলি করবেন মায়রা লোপেস

মায়রা লোপেস

এ্যানি আক্তার: প্রিয় দলের সমর্থনে সমর্থকরা কত রকম পাগলামিই তো করেন। এমনকি প্রিয় দলের বিজয়ীয়ানন্দে পুরো দিগম্বর হয়ে ছবি তোলা, দৌড়ে জয় উদ্যাপনের ঘটনাও বিশ্ব ফুটবলে ঘটেছে। ২০২২ কাতার বিশ্বকাপও সুন্দরী এক নারীর দিগম্বর হওয়ার সাক্ষী হতে পারে! 

ব্রাজিল বিশ্বকাপ জিতলে নিজের নগ্ন ছবি বিলি করবেন দেশটির এক মডেল কন্যা। নাম তার মায়রা লোপেস। বয়স ৩৫ বছর। এক সন্তানের মা। তবে তিনি বর্তমানে একা। সৃষ্টিকর্তার দেওয়া দেহের রূপ-সৌন্দর্যের সুবাদে মডেলই তার পেশা। এই নারী নিজেই এমন ঘোষণা দিয়েছেন। 

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। সেদিন পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। সব মিলিয়ে ব্রাজিলিয়ানদের মাঠের পারফরম্যান্সে মুগ্ধ সবাই। মুগ্ধ মায়রাও। প্রিয় দলের প্রথম জয় এবং দলের পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই মায়রা ওই ওই ঘোষণাটা দিয়েছেন। 

ইংল্যান্ডের এক গণমাধ্যমকে জানিয়েছেন, ব্রাজিল চ্যাম্পিয়ন হলে নিজের নগ্ন ছবি ফুটবলপ্রেমীদের মধ্যে বিলি করবেন। তবে সবখানেই পাওয়া যাবে না। মায়রার দিগম্বর ছবি দেখতে হলে দর্শকদের মায়রার ‘ওনলি ফ্যান’ নামের নিজস্ব ওয়েবসাইটে। নেইমার-রিচার্লিসন-রাফিনহারা শিরোপা জিতলে প্রথমে মায়রা নিজের রুমে পুরো দিগম্বর হয়ে ছবি তুলবেন বা নিজের ভিডিও ধারণ করবেন। 

তারপর সেই ছবি ও ভিডিও আপ করবেন নিজের ‘ওনলি ফ্যান’ ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রকাশিত ছবি বা ভিডিও দেখতে মূলত টাকা খরচ করতে হয়। কিন্তু যেহেতু তিনি মানত করেছেন, তাই তার দিগম্বর ছবি দেখতে দর্শকদের গাটের পয়সা খরচ হবে না। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়