শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:০১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন বরেণ্য অভিনেতা অরুণ বালি

অরুণ বালি

বিনোদন ডেস্ক : মারা গেছেন বলিউডের বরেণ্য অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ‘থ্রি ইডিয়টস’সহ বহু হিন্দি ছবিতে তার অভিনয় দিয়ে নজর কেড়েছে দর্শকের। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। আক্রান্ত হয়েছিলেন স্নায়ুজনিত বিরল রোগে।

শুক্রবার (৭ অক্টোবর) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পিটিআই

অরুণ বালির ছেলে অঙ্কুশ বলেন, আমার বাবা মারা গেছেন। অনেক দিন ধরেই স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। গত দুই-তিন দিন ধরে তার মুডসুইং করছিল।

‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’—এমন বহু ছবিতে তাকে দেখেছেন দর্শক। যেকোনো ভূমিকায়ই তার সাবলীল অভিনয় পরিচালকদের ছিল পছন্দের। চলতি বছরের প্রথম দিক থেকেই শরীর ভালো যাচ্ছিল না। জানুয়ারি মাস নাগাদ একবার হাসপাতালে ভর্তিও করাতে হয়েছিল তাকে।

১৯৮৯ সালে চলচ্চিত্র পরিচালক লেখ ট্যান্ডনের টিভি শো ‘দুসরা কেভল’-এ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অরুণ বালি। এতে শাহরুখ খানের চাচার ভূমিকায় দেখা যায় তাকে। প্রথম সিনেমা অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’, ১৯৯১ সালে। এরপর অনেক টিভি শোতে দেখা গেছে অরুণ বালিকে। তার কাজ সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল ধারাবাহিক ‘কুমকুম প্যায়ারা সা বন্ধন’-এ। এ ছাড়া অভিনয় করেছেন অনেক জনপ্রিয় সিনেমায়।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসাবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়