শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন! তুর্কি অভিনেত্রীকে নিয়ে বিতর্কের ঝড়

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তারকাবহুল এই অনুষ্ঠানে মঞ্চেও হাজির হন তিনি। সেই অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

অনুষ্ঠানের ভাইরাল ভিডিওগুলোর মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে একটি ক্লিপ, যেখানে মঞ্চে শাহরুখ খানের সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। 

এই দুজনের সঞ্চালনার একটি মুহূর্ত নিজের ফোনে রেকর্ড করতে দেখা যায় আরেক তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক শাহরুখ ভক্ত হান্দেকে শাহরুখ খানের ‘ফ্যানগার্ল’ বলে মন্তব্য করতে শুরু করেন। আর এরপরই বাঁধে বিপত্তি, যত বিতর্কের শুরু এর পর থেকেই। 

পরে জনপ্র্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চের ভিডিওর দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘এই কাকু কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তার (শাহরুখ) ভক্ত নই!! দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন!!’ এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলে সম্বোধন করায় অভিনেতার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। 

তবে এই স্টোরিটি বর্তমানে এ তুর্কি সুন্দরীর ইনস্টাগ্রামে আর দেখা যাচ্ছে না। ফলে স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, অভিনেত্রী প্রথমে স্টোরিটি পোস্ট করেছিলেন এবং পরে তা মুছে ফেলেন। যদিও এ বিষয়ে হান্দে এরচেল নিজে থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। 

এদিকে পুরো ঘটনাটি নিয়ে শাহরুখ খানও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে জয় অ্যাওয়ার্ডস ২০২৬ ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়