শিরোনাম
◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন ◈ পানগুছি–বলেশ্বরের রূপালি ইলিশে জেলেপল্লীতে উৎসব, নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ◈ ভারতে লুকিয়ে থাকা আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে যেভাবে ধরলো এফবিআই ◈ উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস (ভিডিও)

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে তথ্য মন্ত্রণালয় : তথ্য উপদেষ্টা

মনিরুল ইসলাম : সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, এই চলচ্চিত্রগুলোর মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

আজ বুধবার সচিবালয়ে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের কাছে অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, চলচ্চিত্রের মান উন্নয়নে শিগগিরই বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মশালা চলচ্চিত্রের মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে তিনি বলেন, এবারের অনুদান বাছাই সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত চলচ্চিত্রগুলোতে গল্পের বৈচিত্র্য রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ঐতিহাসিক সত্য ও সংবেদনশীলতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করার জন্য প্রযোজকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপস্থিত ছিলেন।

এ বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা অনুদান পাবে।

প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা অনুদান পাবে।

আজ প্রথম কিস্তি হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে ১৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ৬ লাখ টাকা করে মঞ্জুরিপত্র প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়