শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতল ইরানের ‘জুলিয়েট অ্যান্ড দ্য কিং’

ইরানের আশকান রাহগোজার রচিত, পরিচালিত এবং প্রযোজিত ইরানি অ্যানিমেশন ফিচার চলচ্চিত্র ‘জুলিয়েট অ্যান্ড দ্য কিং’’ মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের পাম স্প্রিংস আন্তর্জাতিক অ্যানিমেশন ফেস্টিভালে (পিএসআইএএফ) প্রথম আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ১৫ আগস্ট সমাপনী অনুষ্ঠানে ৯০ মিনিটের টু-ডি পারিবারিক অ্যানিমেশনটিকে স্ট্রিমট্যাকুলার পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

অ্যানিমেশনটিতে ইরানের রাজা নাসের-আল-দিন শাহ ফ্রান্স ভ্রমণের আমন্ত্রণ পান। তিনি ইউরোপকে ভালোবাসেন এবং তিনি সর্বদা সেখানে যাওয়ার সুযোগ নেন। প্যারিসে রোমিও-জুলিয়েট নাটকটি দেখার সময় অভিনেত্রী তার নজর কেড়ে নেন। তিনি তার প্রেমে এতটাই গভীরভাবে পড়েন যে, তিনি তাকে তেহরানে একই নাটকটি পরিবেশন করতে বলেন, যাতে তিনি তাকে মুগ্ধ করতে পারেন এবং তার হৃদয় জয় করতে পারেন।

অভিনেত্রী জুলি এই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নেন। তার বন্ধু জামালের সাহায্যে তিনি তার ক্যারিয়ারে অগ্রগতির প্রত্যাশায় ইরানে অভিনয় করতে যান। কিন্তু হঠাৎ তিনি নিজেকে ঈর্ষান্বিত দরবারী মহিলাদের মধ্যে এবং রাজার মনোযোগের কেন্দ্রবিন্দুতে আবিষ্কার করেন।

‘জুলিয়েট অ্যান্ড দ্য কিং’ হল রাহগজারের হুরখশ স্টুডিওতে নির্মিত দ্বিতীয় অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র যা পৌরাণিক ফ্যান্টাসি ‘দ্য লাস্ট ফিকশন’ (২০১৮) এর পরে তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়