শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছর বড় প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেতা আখিল!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনির দুই ছেলেই প্রায়শই থাকেন খবরের শিরোনামে। বড় ছেলে নাগা চৈতন্যর অভিনেত্রী সামান্থার সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে চলেছিল দীর্ঘ আলোচনা। এরপর অভিনেত্রী শোভিতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এবার আলোচনায় ছোট ছেলে আখিল আক্কিনেনি। তিনি দীর্ঘদিনের প্রেমিকা জয়নব রাবজিকে বিয়ে করেছেন—কনে বয়সে তার থেকে ৯ বছর বড়।

শুক্রবার হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় আখিল ও জয়নবের বিয়ের আনুষ্ঠানিকতা। পরদিন শনিবার হায়দ্রাবাদের জুবিলি হিলসের নিজ বাড়িতে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি। সাদা ফুল ও রাজকীয় সাজে সেজেছিল অনুষ্ঠানস্থল।

রিসেপশনে আখিল পরেছিলেন সাদা টাক্সেডো ও কালো বো-টাই। আর নববধূ জয়নব নজর কাড়েন পিচ রঙের লেহেঙ্গা ও ভারী হীরার গহনায়। অনুষ্ঠানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা উপস্থিত ছিলেন।

আখিল যদিও ছোটবেলা থেকেই অভিনয়ে যুক্ত, তবে জয়নব রাবজি বিনোদন জগতের কেউ নন। তিনি এক শিল্পপতি, জুলফি রাবজির কন্যা। কয়েক বছর আগে আখিল ও জয়নবের পরিচয় হয় এবং এরপর শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। বয়সের ব্যবধান অনেক হলেও তাতে সম্পর্কের মাঝে কোনো বাধা আসেনি।

জানা গেছে, আখিল আক্কিনেনির জন্ম ১৯৯৪ সালে, বর্তমানে তার বয়স ৩০ বছর। অন্যদিকে জয়নবের বয়স ৩৯ বছর।

২০১৫ সালে ‘আখিল’ নামের তেলেগু ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় আখিলের। অভিষেকেই তিনি সাড়া ফেলেন এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর তিনি ‘হ্যালো’, ‘মিস্টার মজনু’ ও ‘এজেন্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়