শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানিনের অবস্থা অত্যন্ত সংকটজনক!

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এখনো লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সুবহার বেঁচে ফেরাটা হবে মিরাকল। তবু আশা রাখছেন তারা।

রবিবার (৮ জুন) বিকেল থেকেই সুবহাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করার গুঞ্জন শোনা যাচ্ছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন ‍চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি কালের কণ্ঠকে জানান, তানিন সুবহার হার্টবিট এখনো চলছে। চিকিৎসকরা নায়িকার পরিবারকে জানিয়েছেন, এই ধরনের অবস্থা থেকেও অনেক রোগী জীবিত ফিরে আসে।

এমন মিরাকল হয়েছে আগেও। তাই তারা আশা রাখছেন। অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চোধুরী কালের কণ্ঠকে বলেন, ‘চিকিৎসকরা এখন পর্যন্ত তানিন সুবহাকে অফিসিয়ালি মৃত বলেনি। তবে তার কোনো নার্ভ কাজ করছে না।

জাস্ট হার্টবিটটা আছে। এখান থেকে কোনোকিছুই করা সম্ভব না আরকি। ডক্টর আগেই বলে দিয়েছিল। এখন দেখা যাক।’
এর আগে, একাধিক মাধ্যম থেকে বলা হয়, তানিন সুবহার পরিবারের সঙ্গে কথা বলে যেকোনো মুহূর্তে তার লাইফ সাপোর্ট খুলে দিতে পারেন চিকিৎসকরা।

বর্তমানে তার ব্রেইন কাজ করছে না (ক্লিনিক্যালি ডেড)। তবে সর্বশেষ তথ্য অনুসারে জানা যাচ্ছে, অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও হার্টবিট এখনও চলছে নায়িকার। তাই কিছুটা হলেও আশা রাখছেন চিকিৎসকরা।

গত সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য আপনাদের সবার আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন তানিন সুবহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়