শিরোনাম
◈ ‌‘যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক আলোচনা: তৃতীয় দফার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ’ ◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে

ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। যেই ভিডিও নিয়ে দাবি করা হয়— চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। 

কিন্তু মিশা সওদাগরের ফেসবুক থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার সেই ছবিটি প্রকাশ করা হলে নেটিজেনরা ধরে নেন— ঘটনা সত্যি। অভিনেতা হয়তো মারধরের শিকার হয়েছেন। তারা মনে করেন, মারধরের শিকার হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিন্তু আসলে তা নয়, অনেক দিন ধরে মিশা সওদাগর অসুস্থ। হাসপাতালের শয্যাশায়ী ছবি দেখেই নেটিজেনরা ভুল বুঝেছেন। আর মারধরের ভিডিওটি যে ভুয়া, সেটি বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে যে কথা বললেন অভিনেতা।  

প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সেই সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও সমস্যা থেকেই যায়। চিকিৎসক পরামর্শ দেন হাঁটুর অস্ত্রোপচার করার। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান নায়ক জায়েদ খান।

এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা। 

আসলে ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হলে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা সওদাগর। লাইভে আসেন এ অভিনেতা। কথা বলেন ভাইরাল সেই ভিডিও নিয়ে। মিশা সওদাগর বলেন, বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এ জন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।   

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

এর আগে অস্ত্রোপচারের পরপরই অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি।  তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়