চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম।
আতিফ আসলামের এ কনসার্ট ঘিরে রাজধানীর আর্মি স্টেডিয়াম ও আশপাশের এলাকায় দুপুর থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে। নানা শ্রেণি-পেশার মানুষের বিশেষ করে তরুণীদের ঢল নামে কনসার্টে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে অনেকেই ঢুকতে পারেননি। তাদেরই একজন অভিনেত্রী শবনম ফারিয়া। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘নতুন অভিজ্ঞতার’ কথা শেয়ার করেন অভিনেত্রী।
স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেন, ‘আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর্মি (সেনাবাহিনী) আমাকে বলার পরও কনসার্টে ঢুকতে দেয়নি। ভেতরে লোকজন আছে, জানানোর পরও শবনম ফারিয়াকে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি লিখেছেন, ‘আর্মি স্টেডিয়ামে পৌঁছাতে আমার ৪ ঘণ্টা লেগেছে। শুধু ট্রাফিক কল্পনা করুন। এখন আমি জানি না নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব নাকি কনসার্টে প্রবেশ করতে না পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক এবং এক ঘণ্টা মেকআপের কী অপচয়?।’
আপনার মতামত লিখুন :