শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটকে স্মার্ট ও পর্যটনবান্ধব নগরী হিসাবে গড়ার অঙ্গীকার আওয়ামী লীগের 

সুবর্ণা হামিদ, সিলেট: সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। 

বুধবার দুপুরে নগরীর বন্দর বাজার এলাকার করিম উল্লাহ মার্কেটে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট মহানগরীর মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি নির্বাচিত হলে নগরবাসীর সেবক হিসাবে সবার আশা আখাংকার প্রতিফলন ঘটাবো। দলমত নির্বিশেষ সবার কল্যাণে কাজ করতে চাই। তাই ২১ জুনের নির্বাচনে  আপনারা নৌকায় ভোট দিয়ে আমার এবং প্রধানমন্ত্রীর জয় নিশ্চিত করুন।

এর আগে তিনি নগরীর মেন্দিবাগস্থ কুশিঘাট ও কাজিরবাজার মাদ্রাসায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফ্উিল আলম চৌধুরী নাদেল, সহসভাপতি বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, কাউন্সিলার বিক্রম কর সম্রাট, মহাগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়